ঢাকা : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, চলতি ফেব্রুয়ারির শেষের দিকে হোক কিংবা মার্চের শুরুতে; অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আয়োজিত বিক্ষোভে অংশ নেন নুর। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
এ সময় তিনি বলেন, ছাত্রসমাজের পক্ষ থেকে ২৪ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা আমরা প্রত্যাখান করছি। আপনাদের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সর্বনাশা সিদ্ধান্ত।
নুর বলেন, শিক্ষামন্ত্রীর গতকালকের ঘোষণার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কার্যক্রম চলছিল তা বন্ধ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীকেই ঘোষণা দিয়ে এসব শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে হবে।
ডাকসুর সাবেক ভিপি আরো বলেন, বিশ্বের কোনো দেশেই এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকেনি। তিনি দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানেরও আহ্বান জানান।
নুর বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার প্রকোপ কম। দেশের বিভিন্ন খাতের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। তাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।